
প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দরগাপাড়া এলাকায় অবস্থিত হযরত মখদুম শাহ দৌলা দারুল খুলদ ফাজিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য নির্মিত একটি আধুনিক নামাজ ঘর উদ্বোধন করা হয়েছে।
ছাত্রীদের জন্য আধুনিক নামাজ ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ শাহজাদপুর মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজের দাতা সদস্য, শাহজাদপুর হযরত মখদুম শাহদৌলা দারুল খুলদ ফাজিল মাদরাসার দাতা সদস্য এবং শাহজাদপুর রতনকান্দি আল-হামিদ দাখিল মাদরাসার সভাপতি আলী সাদাত খান মজলিশ মেরাজ।
মাদরাসার দাতা সদস্য আলী সাদাত খান মজলিশ মেরাজ মাদরাসা প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে তিনি দ্বিতীয় তলার উপর ছাত্রীদের নবনির্মিত নামাজ ঘর ফিতা কেটে উদ্বোধন করেন।
ছাত্রীদের নামাজের প্রতি আগ্রহ বাড়ানো ও ধর্মীয় পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আলী সাদাত খান মজলিশ মেরাজ তাঁর ব্যক্তিগত অর্থায়নে এই নামাজ ঘরটি নির্মাণ করে দেন বলে জানিয়েছে মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম আরিফ, শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, মখদুমিয়া জামে মসজিদের খতিব ইমাম আলী আকবর, মোতোয়াল্লি আব্দুল হাবিব তৌহিদ, মোঃ তরিকুল ইসলাম মাহমুদ, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম খান, উপাধ্যক্ষ মোঃ মোজাফফর হোসেন, সহকারী অধ্যাপক মোঃ রিপন, সহকারী শিক্ষক মোঃ চঞ্চল মাহমুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আলী সাদাত খান মজলিশ মেরাজ বলেন, “এই মাদ্রাসার ছাত্রীদের নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। বিষয়টি জানার পর আমার আন্তরিক ইচ্ছা ছিল একটি নামাজ ঘর তৈরি করে দেওয়ার। আল্লাহর অশেষ রহমতে আজ সেটা বাস্তবায়ন হলো।”
তিনি আরো বলেন, ছাত্রীদের নিয়মিত নামাজ আদায়ের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ধর্মীয় চেতনা ও মনুষ্যত্ববোধ নিয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন