
প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষের সমতা” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হররুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপশ পাল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. তৈয়বুর রহমান, পৌর কাউন্সিলর মারজান ফেরদৌস কচি, ইউপি সদস্য শিমুল আক্তার প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন স্তরের নারীনেত্রীরা অংশ নেয়।
মন্তব্য করুন