স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৪:১৫ পিএম

অনলাইন সংস্করণ

স্বরূপকাঠিতে বাক ও বুদ্ধি প্রতিবন্ধি যুবতীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ছবি সংগৃহীত

পিরোজপুরের স্বরূপকাঠিতে বাক ও বুদ্ধি প্রতিবন্ধি (৩৫) এক যুবতীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে অভিযুক্ত ধর্ষক যগদীশ সুতারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। যগদীশ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের যাদব সুতারের ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার যুবতীর মা বাদী হয়ে যগদীশকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। শনিবার সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং আসামীকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। 

মামলা সুত্রে জানাগেছে, ধর্ষণের শিকার মেয়েটির মা একজন চা দোকানী গত বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মেয়েটির মা দোকানে থাকাবস্থায় ধর্ষনের অভিযোগে অভিযুক্ত যগদীশ প্রতিবেশি বাক ও বৃদ্ধি প্রতিবন্ধি ওই যুবতীর ঘরে যায় এবং যুবতীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার জানায়, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং আসামীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন