
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ
”প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির,উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তাপস কুমার ঘোষ ও প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। প্রদর্শনীতে ডেইরী,পোল্ট্রি ও পোষাপ্রাণিসহ ৩০ টি ষ্টল প্রদর্শিত হয়।
মন্তব্য করুন