
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ
পিরোজপুরের স্বরূপকাঠিতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮ টি দোকান মালামালসহ ভস্মীভুত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার মিয়ারহাট বন্দর সংলগ্ন তালুকদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার
বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুত্র জানায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. বশির তালুকদার জানান, এদিন রাত অনুমানিক আড়াইটার দিকে রিপনের ফার্নিচারের দোকানে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে এলাকাবাসি এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় ১ষ্টিল ফার্নিচার, ৩টি কাঠের ফার্নিচার, ২টি গ্যারেজ ও ২টি জাহাজের মালামাল ও ঢালাই কারখানা মালামালসহ পুড়ে যায়। স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ^াস জানান, খবর পেয়ে সন্ধ্যানদী পার হয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাখানেক চেষ্টায় কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন।
মন্তব্য করুন