
প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার.হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী শুক্রবার (১১ই জুলাই ২০২৫) যশোরের চৌগাছা উপজেলায় এক কর্মব্যস্ত দিন কাটিয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন, যাহার মধ্যে ছিল হুইলচেয়ার বিতরণ, একটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি নবনির্মিত নার্সিং কলেজের উদ্বোধন।
সকাল ১০টায় সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী চৌগাছা উপজেলা পরিষদে উপস্থিত হন। ঢাকাস্থ চৌগাছা সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শারীরিক প্রতিবন্ধী একাধিক ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পরিচালক (নিকডু) অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, যশোরের পুলিশ সুপার রনক জাহান, যশোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা এবং ঢাকাস্থ সমিতির দপ্তর সম্পাদক সঙ্গীর আলম।
অনুষ্ঠানে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টির নেতৃবৃন্দ, সুবিধাভোগীর স্বজন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি অসচ্ছল ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের পর সিনিয়র সচিব চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে উপজেলার মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বেল১২টার সময় নাসিমুল গনি শেলী চৌগাছার বিশিষ্ট শিল্পপতি হাসানুজ্জামান রাহিনের নিজস্ব অর্থায়নে নির্মিত খায়রুন্নেছা নার্সিং কলেজের উদ্বোধন করেন।
খায়রুন্নেছা নার্সিং কলেজের সভাপতি ও ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রাহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ নার্সিং কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলো।
মন্তব্য করুন