
প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
রনজিত রায় নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে বিষপান করে মোছাঃ রুমি আক্তার রিতা (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় (১০ জুলাই) উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রিতা দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন। দুই বিষয়ে ফেল করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে বলে নিহত রিতার পরিবার দাবি করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিতার মা অসুস্থ থাকায় গতকাল থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এমতাবস্থায় রিতা বাসায় একা আছেন । দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে অভিমান করে সে বেগুন খেতে দেয়া কীটনাশক পান করে তার মাকে ফোন করে জানায়, পরে রিতার মা পাশের বাসায় থাকা রিতার বড়মা কে বিষয় টি জানায় এবং রিতার খোঁজ নিতে বলেন। পরে তিনি (রিতার বড়মা )সেখানে গিয়ে রিতার অবস্থা বেগতিক দেখে ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
রিতার বড়মা মোছাঃ নুর বানু জানান, তার মা দিনাজপুরে চিকিৎসাধীন থাকায় রিতা ওইদিন বাসায় একা ছিল। দুপুরে রিতার মা ফোনে জানায় সে বিষ খেয়েছে, সঙ্গে সঙ্গে আমি বাসায় গিয়ে দেখি সে ছটফট করছে। পরে ভ্যান যোগে রিতাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. স. মু. আল আফ মুকসিত বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রিতাকে জরুরি বিভাগে আনা হয়। অবস্থা সংকটজনক হওয়ায় তাকে রেফার করা হয়। তবে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তার মৃত্যু হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান বলেন, রিতা আমাদের শিক্ষার্থী ছিল। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ বছর গণিত বিষয়ে কিছু শিক্ষার্থীর ফল খারাপ হয়েছে। ফল খারাপ হলেও আত্মহত্যার মতো সিদ্ধান্ত কেউই আশা করে না।”
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, রিতা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
মন্তব্য করুন