প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:২৫ পিএম

অনলাইন সংস্করণ

সেনবাগে শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

 

মোঃ ইব্রাহিম প্রতিনিধি সেনবাগ নোয়াখালী :

নোয়াখালীর সেনবাগে ১০০ শিক্ষার্থীর মাঝে নতুন স্কুলড্রেস বিতরণ করেছে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’।

সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ সকল নতুন ড্রেস বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের হাতে ড্রেস তুলে দেন ‘সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির’ সিইও হাজী আবদুস ছাত্তার, সমাজসেবক আবু ইউচুপ মজুমদার, অর্জুনতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান হাফেজ খোরশেদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বেগম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। সৈয়দ হারুন ফাউন্ডেশন অতীতে গরীব-অসহায়দের জন্য গৃহ নির্মান, শীতবস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, শিক্ষা উপকরণ সরবরাহ এবং করোনা মহামারির সময় খাদ্য সহায়তা প্রদানসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ হারুন হারুন এমজেএফ স্থানীয় সাংবাদিক দের বলেন, ‘আমি বিশ্বাস করি একটি সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন প্রত্যেক শিশু শিক্ষার আলোয় আলোকিত হবে। আমার জীবনের লক্ষ্য ছিল অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। আজ আমার নামে গঠিত ফাউন্ডেশন যদি একশত শিক্ষার্থীর মুখে হাসি ফোটাতে পারে, তবে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ শিশুদের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতায় গড়ে উঠতে সহায়তা করা আমাদের সকলের দায়িত্ব। আমি চাই, এ ফাউন্ডেশন ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়ে সমাজে আলোকবর্তিকা হয়ে উঠুক’।

স্কুলড্রেস বিতরণ কার্যক্রমে এসময় ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব কাউছার আহমেদ, বর্তমান আহ্বায়ক মোঃ ইমরান হোসেন, সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব, ৫নং ওয়ার্ড প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, রমাদ্বানুল ইসলাম বিজয়, মোঃ সাইফুজ্জামান রাহাত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন