প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:২২ পিএম

অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নোয়াখালীতে এনসিপি'র বিক্ষোভ মিছিল

 

মোঃ ইব্রাহিম সেনবাগ নোয়াখালী প্রতিনিধি :

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী জেলায় বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বিকালে মাইজদীতে ৫ টায় শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাড়ে ৬ টায় নোয়াখালী সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়।এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন ইমরান,নোয়াখালী জেলা সংগঠক কাজী মাঈন উদ্দীন তানভীর, ইয়াছিন আরাফাত, হাবীবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম,মুখ্য সংগঠক ফরহাদুল ইসলামসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান।জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় এ হামলা মেনে নেয়া যায় না।এর দায় অন্তবর্তীকালীন সরকার ও প্রশাসন দায় এড়াতে পারে না। আগামী ২২ জুলাই নোয়াখালীবাসী এনসিপির পদযাত্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে।এতে প্রশাসনের কাছে সংগঠনের নেতারা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য করুন