নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ০৩:০৪ এ এম

অনলাইন সংস্করণ

সাতক্ষীরার গাবুরায় বে‌ড়িবাঁ‌ধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শ‌নিবার (২২ জুন) বিকেলের জোয়ারের সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের দৃষ্টিনন্দন এলাকায় খোল‌পেটুয়া নদীর প্রবল স্রোতে হঠাৎ ভাঙন শুরু হয়। এ সময় বাঁধের প্রায় ২০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। 

গাবুরার ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, বিকেলের দিকে হঠাৎ ওই স্থানে ভাঙন শুরু হয়। ভাঙনে বাঁধের এক অংশ নদীতে ধ্বসে পড়ে। যেকোন মুহুর্তে সমগ্র বাঁধ ভে‌ঙে লোকালয়ে লবন পানি প্রবেশ করতে পারে। 

পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত সেকশন অফিসার (এসও) সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু হবে।

মন্তব্য করুন