বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন, ২০২৪, ০৬:৩০ পিএম

অনলাইন সংস্করণ

শেখ হাসিনার নির্দেশনায় কৃষিতে অভাবনীয় সাফল্য: এমপি বাঁধন

ছবি: রূপালী বাংলাদেশ

শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব উল্লেখ করে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খান মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেছেন, বর্তমান সরকার আমলে কৃষিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অন্য কোনো সরকার আমলে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে।

রোববার (২ জুন) দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বাঁধন এসব কথা বলেন। আধুুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনপূর্বে আনন্দ র‌্যালি বের করে। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য। তিনি কৃষি প্রযুক্তি কর্ণার ও মেলায় অংশ নেওয়া ১৩টি স্টল পরিদর্শন করেন। 

এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খান মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এমপি। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর প্রমুখ। 

 

মন্তব্য করুন