প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৮:০৯ পিএম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক  নির্বাচনে সভাপতি গোলাম রব্বানী,সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন


মিঠাপুকুর( রংপুর) প্রতিনিধিঃ 

রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপি'র আনন্দ মুখোর পরিবেশে  দ্বি-বার্ষিক নির্বাচন গত ৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা বিএনপি' র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, অধ্যাপক গোলাম রব্বানী, সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত ফৌজিয়া ইয়াসমিন (কনা),সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে  নির্বাচিত নাজমুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক পদে সামজিদুল হক সুমন সরকার ও মোজাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পূর্বে দ্বি- বার্ষিক সম্মেলনে অধ্যাপক গোলাম রব্বানী' র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, রংপুর জেলা বিএনপি' র আহবায়ক সাইফুল ইসলাম, প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় বিএনপি' র সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় বিএনপি' র সহ- সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি' র সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন,  মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।

মন্তব্য করুন