প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ০৭:১৯ পিএম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা



মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধিঃ

" সিদ্ধার্থের  জন্ম,বুদ্ধত্ব লাভ ও বুদ্ধের মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত বিশ্বের মঙ্গল সুখ কামনায়" উত্তরবঙ্গের কেন্দ্রীয় বিহার রংপুরের মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের আয়োজনে গতকাল রবিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভ মিত্র ভিক্ষু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত-ডিআইজি নরেশ চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ প্রমুখ। আলোচনা সভার শেষ বিশ্বের মঙ্গল সুখ কামনায় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে বের হয়ে মিঠাপুকুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মে বিশ্বাস ভক্তবৃন্দ নারী,পুরুষ শিশু, কিশোর- কিশোরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন