
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ
সিলেটের বিশ্বনাথে পৌর মেয়র মুহিবুর রহমানের অনিয়ম, দূর্নীতি, টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ বিস্তর অভিযাগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ৬ কাউন্সিলর। বুধবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কাউন্সিলররা মেয়র মুহিবুর রহমানের অপসারণ এবং মেয়রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
লিখিত বক্তব্যে প্যানেল মেয়র রফিক মিয়া বলেন, ক্ষমতার অপব্যবহার করে ময়লা আবর্জনার পরিষ্কারের খাত দেখিয়ে রাজস্ব খাত থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, শহরের জনগুরুত্বপূর্ণ প্রবাসী চত্বরের পাশ ও বাসিয়া নদীতে ডাম্পিং, পৌরসভার টাকা অন্য ইউনিয়নে ও অন্য উপজেলায় বিতরণ, সরকারের রাজস্ব ক্ষাত থেকে বাজেট অনুসরণ না করে বিভিন্ন নাম বনাম ভূয়া বিল ভাউচার করেও বিপুল পরিমান টাকা আত্মসাৎ, ২/৩ লাখ টাকা ঘুষ নিয়ে মাষ্টার রােলের মাধ্যমে নিজের আত্বীয়-স্বজনকে পৌরসভায় নিয়ােগ প্রদান, দরপত্র আহবান ছাড়া নিজের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ পরিচালনা করে আসছেন পৌর মেয়র মুহিবুর রহমান।
এ ছাড়াও পৌর মেয়র মুহিবুর রহমান পৌরসভার কাউন্সিলর ও জনগণের সাথে অসজন্যমূলক আচরণ, স্বজনপ্রীতি, গালমন্দ ও ক্ষমতার অপব্যবহার ভারসাম্যহীন ভাবে চালিয়ে যাচ্ছেন। তার অনিয়ম দুর্নীতি আর ভারসাম্যহীন আচরণের কারণে কাউন্সিলর ও এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন। বিচার সালিশের ভিডিও করে তার ফেইসবুক আইডিতে ভাইরাল করে জনগণের মানহানী করে আসছেন।
এর আগে মঙ্গলবার সাত কাউন্সিলর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব ও সিলেট বিভাগীয় কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর সাবিনা বেগম, রােসনা বেগম, লাকী বেগম, কাউন্সিলর জহুর আলী ও শামীম আহমদ।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র মুহিবুর রহমানের মােবাইল ফােনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফােন রিসিভ করেননি।
মন্তব্য করুন