
প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন, জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। আজ শুক্রবার (১৭ মে) সকালে ঝিনাইদহ শহরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা শাখার আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক জাতীয় সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে সেকুলার রাষ্ট্রে পরিণত করার পায়তারা চলছে। এর বিরুদ্ধে জামায়াত কর্মীদের অতন্দ্র প্রহরীর ন্যায় সমাজে কাজ করতে হবে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশে বর্তমান যে রির্জাভ রয়েছে তা দিয়ে দুই মাসের আমদানী খরচও চালানো কষ্টকর।
এ সময় সম্মেলনে অন্যদের মধ্যে বিভিন্ন উপজেলা জামায়াতের আমীর ও জেলা সংগঠনের সকল রুকন উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন