
প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ১১:০৬ এ এম
অনলাইন সংস্করণ
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বিআরটিএতে আগন দিয়েছিল দূর্বিত্তরা। এতে বিআরটিএ সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়ির সব কাগজপত্রের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (৩১ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট হয়। ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ সার্ভার ও আইএস।
এ কারণে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।’
‘গত ১৯ জুলাই যেসব গ্রাহকের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে কিংবা আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে, সেসব কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল-কার্যকর করার চেষ্টা চলছে।’
আরবি/জেআই
মন্তব্য করুন