রূপালী ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ০৫:০২ পিএম

অনলাইন সংস্করণ

কাল ঢাকা পৌঁছবে শাফিন আহমেদের মরদেহ

ছবি: সংগৃহীত

কনসার্টে অংশ নিতে চলতি মাসের ৯ তারিখ যুক্তরাষ্ট্র সফরে যান জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। ২০ জুলাই ছিল সেই কনসার্ট, কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। 

শাফিন আহমেদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সোমবার (২৯ জুলাই) বিকেলে দেশে আসছে এই সঙ্গীত শিল্পীর মরদেহ। তারজানাজা নামাজ পরদিন সোমবার (৩০ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই সংগীতশিল্পীকে। শাফিন আহমেদের মরদেহ আনতে তার স্ত্রী ডা. রুমানা দৌলা যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

এরইমধ্যে শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) জুম্মার নামাজের পর ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত-অনুরাগীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ। জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান ভার্জিনিয়ার বাঙালিরা। 

মন্তব্য করুন