
প্রকাশিত: ৮ মে, ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে মঙ্গলবার (০৭ মে) সন্ধ্যা ৭টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মো.বাবুল মিয়া। প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, মাহাবুবুর রহমান বাবুল মাষ্টার, কলাপাড়া প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা, শাহাজাদা পারভেজ টিনু, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম মিয়া সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সাধারণ মানুষের কথা চিন্তা করে ৪টি স্কিম দেয়া হয়েছে। প্রতিটি স্কিমের আলাদা সুবিধা রয়েছে। তিনি সাধারণ মানুষের মধ্যে স্কিমগুলোর সুবিধা সম্পর্কে অবহিত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
মন্তব্য করুন