
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ফেডারেল ক্যাম্পেইন ফাইন্যান্স আইন লঙ্ঘন করেছেন কমলা হ্যারিস। প্রচারাভিযানে জো বাইডেনের জায়গায় ব্যবহার করেছেন নিজের নাম। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ হয়ে প্রচারাভিযানের জেনারেল কাউন্সেল ডেভিড ওয়ারিংটন এই অভিযোগ করেছেন।
ওয়ারিংটন বলেন, উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিস বাইডেন ফর প্রেসিডেন্ট নাম পরিবর্তন করে হ্যারিস ফর প্রেসিডেন্ট করতে পারে না। আট পৃষ্ঠার এই অভিযোগে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, একজন রাষ্ট্রপতি প্রার্থীর থেকে অন্য একজনের কাছে, অর্থাৎ জো বাইডেনের পুরানো প্রচার থেকে কমলা হ্যারিসের নতুন প্রচারে ৯১.৫ মিলিয়ন ডলারের অতিরিক্ত অনুদানের চেয়ে কিছুটা বেশি দেয়া হয়েছে। এই প্রচেষ্টা আমাদের প্রচারাভিযানের অর্থ আইনের উপহাস মাত্র। এটা কখনোই মানা যায় না, তথ্য দ্য গার্ডিয়ান ।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিসকে জোড়ালোভাবে সমর্থন দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ডেমোক্রেটিক দলের অনেক সিনিয়র নেতারা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কমলা হ্যারিসকে সরাসরি সমর্থন না দিলেও তাকে মৌনভাবে সমর্থন দিয়েছেন। আগামী ১৯ আগস্ট ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে নতুন প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, চূড়ান্ত প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনয়ন পেতে পারেন।
এদিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আসার পর ডোনাল্ড ট্রাম্প এবার নড়েচড়ে বসেছেন। জনমত জরিপ বলছে, এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে।
আরবি/এফ/এস
মন্তব্য করুন