প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০২:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

কমপ্লিট শাটডাউন: সিনিয়র মন্ত্রীরা গণভবনে

সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সারা দেশে চলছে অবরোধ। থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীসহ বেশিরভাগ জেলায়। দপ্তরে  দপ্তরে  অনুপস্থিত ছিলেন বেশিরভাগ মন্ত্রীরা। আর সিনিয়র মন্ত্রীরা ছুটে গেছেন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু ‍মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে ঢিলেঢালা কার্যক্রম দেখা যায়। এসব মন্ত্রণালয়ের বেশ কয়েকটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের দেখা যায়নি।

মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীরা রূপালী বাংলাদেশকে জানান, আজকে কমপ্লিট শাটডাউন হলেও রাস্তায় যান চলাচল করছে। অবশ্য অন্য দিনের তুলনায় কম দেখা গেছে। আমাদের মন্ত্রণালয়ে প্রায় সবাই সঠিক সময়ে উপস্থিত হয়েছে। নিদিষ্ট সময়ে কোন রকমের ঝামেলা ছাড়াই অফিসে আসতে পেরেছি।
 

মন্তব্য করুন