
প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার পুলিশ সাতাশ মামলার আসামি ইমরানকে (৩০) গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টায় ইমরানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড বন্দুক ও চায়না রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে একটি অস্ত্র মামলা দেওয়া হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এসব নিশ্চিত করেন।
ফকিরহাট মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা নিকারীপাড়া গ্রামের হযরত আলীর ছেলে ইমরান একজন পেশাদার ডাকাত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ ২৭টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইমরান বাড়িতে অবস্থান করছে জানতে পেরে ফকিরহাট মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, ডাকাত ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। তাঁর বিরুদ্ধে আগের ২৭টি ও বর্তমানের ১টিসহ মোট ২৮টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন