আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৪, ০৪:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ০৪ যাত্রী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

নিহত খাদিজা বাবুগঞ্জ উপজেলার গুঠিয়া গ্রামের নয়াবাড়ির বাসিন্দা।

তিনি বলেন, ফরহাদ পরিবহণ নামে একটি বাস উজিরপুর থেকে যাত্রী নিয়ে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে আসছিলো। অন্যদিকে একই সময় সামীসাদি নামে অপর একটি বাস বরিশাল থেকে যাত্রী নিয়ে উজিরপুর যাচ্ছিলো। গাড়ি দুটো ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় খাদিজা ফরহাদ পরিবহণের সামনে বক্সে বসেছিলেন। তাই তিনি বাসের সামনের কাচ ভেঙে সামীসাদি বাসটির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন