কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ১০:৩১ পিএম

অনলাইন সংস্করণ

চোরাচালান মামলায় ইউ‌পি চেয়ারম‌্যান গ্রেফতার

চেয়ারম‌্যান মিরন মো. ই‌লিয়াস‌। ছবি: রূপালী বাংলাদেশ

কু‌ড়িগ্রা‌মের চর রা‌জিবপুর উপ‌জেলার রা‌জিবপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান মিরন মো. ই‌লিয়াস‌কে চোরাচালা‌নের অ‌ভি‌যো‌গে বি‌শেষ ক্ষমতা আই‌নের মামলায় গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (১২ জুন) দুপু‌রে তা‌কে গ্রেফতার করা হয়। রা‌জিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌শিকুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ও‌সি জানান, চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে ২০১২ সা‌লের বি‌শেষ ক্ষমতা আই‌নে করা মামলায় আদালত কর্তৃক গ্রেফতা‌রি প‌রোয়ানা ছিল। প‌রোয়ানা মূ‌লে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। 

অ‌ভি‌যোগ প্রস‌ঙ্গে ও‌সি ব‌লেন, ‘বর্ডারহাট এলাকায় পণ‌্য চোরাচালানের অ‌ভি‌যো‌গে তার বিরু‌দ্ধে মামলা হ‌য়ে‌ছিল।’

প্রসঙ্গত, মিরন মো. ই‌লিয়াস উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য স‌চিব। তি‌নি বর্তমান মেয়া‌দে সদর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান নির্বা‌চিত হন। 

মন্তব্য করুন