ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুন, ২০২৪, ০৮:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন

কাঠালিয়ায় শেষ মুহুর্তে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

ছবি: রূপালী বাংলাদেশ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘুর্ণিঝড় রেমালে তৃতীয় ধাপের স্থগিতকৃত ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল ৯ জুন অনুাষ্ঠত হতে যাচ্ছে। এ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে প্রার্থী, তাদের স্ত্রী, পরিবার, কর্মী-সমর্থকরা নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে শেষ মুহুর্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সেই সাথে ভোটরদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। প্রতিজ্ঞা করছেন কাঠালিয়াকে ইয়াঁবা, গাঁজা, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে।

প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের বাড়ী-বাড়ী, ঘরে- ঘরে গিয়ে গণসংযোগ। প্রার্থীরা রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে গিয়ে দেখাচ্ছেন সহযোগীতা, সহানুবতী ও দিচ্ছেন নানা ধরনের আশ্বাস।

এ উপজেলায় চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির (দোয়াত-কলম), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরুন সিকদার (ঘোড়া), বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম (আনারস)।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী (বই), মো. মনিরুজ্জামান গোলদার (তালা), এডভোকেট মো. তরিকুল ইসলাম (চশমা), গৌতম চন্দ্র মন্ডল (টিয়া পাখি), মো. রেজাউল করিম সাদ্দাম (উড়োজাহাজ), সৈয়দ মাইনুল হোসেন (টিউবওয়েল)। 

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম (হাঁস), মোসাঃ সাহিদা আক্তার বিন্দু (প্রজাপতি), মোসাঃ শাহানাজ বেগম (পদ্ম ফুল), শেফালী বেগম (ফুটবল) ও নাজমিন আক্তার তুলি (কলস)।

এবারে নির্বাচনে শেষ সময় প্রার্থীদের লিফলেট বিতরণ, প্রচার- প্রচারনা, মাইকিং ও গানে গানে ছন্দে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন।

মন্তব্য করুন