রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ০৭:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃদু মাত্রায় এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে পাঁচ দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্প হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর কম্পন ‍অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬ ছিল বলে জানা গেছে।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন