স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৪, ০৭:০৩ পিএম

অনলাইন সংস্করণ

স্বরূপকাঠি উপজেলায় হক সুমন ও তুলি নির্বাচিত

ছবি: রূপালী বাংলাদেশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ২১ মে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আব্দুল হক টানা দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারশ প্রতীকে তিনি ৩৬ হাজার ৪ শত ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬ শত ৩২ ভোট। অন্যপ্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রনী দত্ত দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪ শত ৫ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. শফিকুররহমান সুমন মাইক প্রতীকে ৩৪ হাজার ৪ শত ২৪ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুলি মন্ডল ফুটবল প্রতীকে ৪২ হাজার ৫ শত ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৮২৫ জন। এর মধ্যে ৭৮ হাজার ৬ শত ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোট ভোটারের ৪১ শতাংশ ভোট পড়েছে। সহকারি রিটার্নিং কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়। ২১ মে মঙ্গলবার এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান অনুষ্ঠিত হয়। নির্বঅচনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।

মন্তব্য করুন