মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৫:০৬ পিএম

অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ছবি সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা করার ঘটনা ঘটেছে । এ বিষয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন সুজানা খাতুনের স্বামী মো:মোক্তার হোসেন । গত শুক্রবার (১০মে) ঘিওর উপজেলার বেপারীপাড়ায় মোঃ মোক্তার হোসেনের স্ত্রী সুজানা খাতুন কে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় ।

জানা যায়, মোঃ মোক্তার হোসেনের স্ত্রী সুজানা খাতুন তার বাবার বাড়ি গাছ কাটা নিয়ে কথা বলতে যায় । কথার এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে রড দিয়ে মাথায় ও শরীরের নানা স্থানে গুরুতর আঘাত করে হত্যাকারীরা। পরবর্তীতে মোঃ মোক্তার হোসেনের পরিবার ঘটনাস্থলে এসে তাকে কর্ণেল মালিক মেডিকেল হাসপাতালে ভর্তি করে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার সময় ইন্তেকাল করে।

এ বিষয়ে অজ্ঞাত নামার চার-পাঁচ জন ও আটজনের নামে একটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।

অভিযুক্তরা হলেন, জুয়েল বেপারী, তারা বানু,মাজেদা,জেরিন, জুবায়েল বেপারী, শাহিনুর,আমিনুর বেপারী ও কোহিনুর বেপারী সহ অজ্ঞাতনামার চার-পাঁচজন ।

নিহত সুজানা খাতুনের স্বামী মো: মোক্তার হোসেন বলেন, খুবই সাধারণ একটা বিষয় নিয়ে আমার তিন সন্তানের বুক খালি করে দিয়েছে খুনিরা। আমি ওদের যোগ্য বিচার চাই। ছয় দিনের বেশি হয়ে গেছে মারা গেছে,এখন পর্যন্ত একজনকে ধরতে পেরেছে । বাকি যারা মুল আসামি তাদের এখন পর্যন্ত ধরতে পারে নাই পুলিশ। আমি চাই এর যোগ্য বিচার হোক । এরকম অনেক পরিবার নিরীহ এদের অত্যাচারে ।কেউ কিছু বলতে পারে না তাদের ।

মোঃ মোক্তার হোসেনের মেয়ে সামিয়া জানান, সাধারণ গাছ কাটা নিয়ে কথা বলতে গেছে তাই আমার মায়ের প্রান ওরা কেড়ে নিলো? ওরা সুদের ব্যবসা, অবৈধ ড্রেজার সহ এলাকায় বিভিন্ন প্রভাব খাটিয়ে চলে । ওদের কিছুই হয় না। সব আসামিকে যেন গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানো হয়। আমার এই দাবি সরকার ও প্রশাসনের কাছে ‌।

সরেজমিনে গিয়ে জানা যায়, সুজানা খাতুন তার বাবার বাড়ি গিয়েছিলো। গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রড ও লাঠি দিয়ে কয়েকজন মিলে আঘাত করে সুজানা খাতুন কে। পরিবর্তীতে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ছুটে গেলে তাদের নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন হত্যাকারীরা। 

এছাড়াও অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে সুদের ব্যবসা, অবৈধ ড্রেজার বাণিজ্য ও মাদক মামলা রয়েছে। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে শোকে দিন কাটছে মোঃ মোক্তার হোসেনের । প্রতিবেশী সহ এলাকার সচেতন মহলের দাবি আসামিদের দ্রুত গ্রেফতার করে,সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বলেন, এদের অত্যাচার এর আগেও মানুষ আত্মহত্যা করেছে । আমরা ভয়ে মুখ খুলতে পারিনা । যদি আপনাদের বলি, তবে আমাদের কি যে করবে! তা আপনাদের কল্পনার বাইরে। আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান মোঃ মোক্তার হোসেনের পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে ঘিওর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম ভুঁইয়া বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মন্তব্য করুন