জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০৫:২০ পিএম

অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ছবি সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় বালুবোঝাই ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় মাহবুব হোসেন (৩৫) এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব হোসেন পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। 

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, মাহবুব হোসেন একজন দুধ ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন এলাকার গরুর খামার থেকে থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। শনিবার দুপুরেও সে দুধ কিনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে দানেজপুর এলাকায় একটি বালুবোঝাই ট্রাক্টর তার মোটরসাইকেলেটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, স্থানীয়রা ট্রাক্টরটি আটক করেছে, তবে এর চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন