বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৪, ০৩:০০ পিএম

অনলাইন সংস্করণ

বাগেরহাটে বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাটে বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা বাগেরহাটের শরণখোলায় মোহাম্মদ আলী খান (৭০) নামে বৃদ্ধ এক কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে স্থানীয় ভারানিপার বাজার থেকে আকশে রিচার্জ করে ফেরার পথে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। শরণখোলা উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাকির উদ্দিন মহারাজ নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মোহাম্মদ আলী খান ভাপারনপাড় গ্রামের মৃত হাশেম আলী খানের ছেলে। তার তিন ছেলে ২ মেয়ে রয়েছে ও এক স্ত্রী রয়েছে। তিনি সপ্তাহখানে আগে দ্বিতীয় বিয়ে করেছেন। বাড়ির একটি গাছ কাটাকে কেন্দ্র করে মেজো ছেলে রফিকুলের সঙ্গে বিবাদ ছিল বলে জানায় স্থানীয়রা। শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদ পেয়ে মোরেলগঞ্জ-শরণখোলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান, শরণখোলা থানার ওসি কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান জাকির উদ্দিন মহারাজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

মোরেলগঞ্জ-শরণখোলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান জানান, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতককে আটকের জন্য তথ্য প্রযুক্তিসহ পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। 

মন্তব্য করুন