বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪, ০৭:০১ পিএম

অনলাইন সংস্করণ

বাগেরহাটে ইউপি সদস্যর নেতৃত্বে হামলা, নারীসহ আহত ৫

ছবি সংগৃহীত

বাগহাটের কচুয়া উপজেলার ধোপাখালী পূর্বপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি চারজনকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, ধোপাখালী পূর্ব পাড়া এলাকার মো: মুজিবর রহমান (৪৮), মোহাম্মদ ফজলুল শেখ (৬৭), মো: হাফিজুল স্বপন (২৯), মো: আলামিন (৪০), মর্জিনা বেগম (৬৫)।

অভিযোগে জানা যায়, শনিবার সকাল ১০ টায় ধোপাখালি পূর্ব পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ফরহাদ হোসেন নিজের জায়গা থেকে মেহগনি গাছ কাটছিল। 

এ সময় ফরহাদ হোসেনের চাচাতো ভাই মো: মুজিবর রহমানসহ ৫/৬ জন স্থানীয়রা উপস্থিত ছিল। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো:সাইফুল হোসেন, আকতার হোসেনসহ ১০/১৫ জন বখাটে গাছ কাটতে নিষেধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা মো: মুজিবর রহমান, মোহাম্মদ ফজলুল শেখ,  মো: হাফিজুল স্বপন , মো: আলামিন, মর্জিনা বেগম এর উপর হামলা করে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধর করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এতে মো: হাফিজুল স্বপনএর অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ ঘটনায় সদস্য মো:সাইফুল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসিন হোসেন, হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন