জিয়াউর রহমান সুমন

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ১২:০৫ এ এম

অনলাইন সংস্করণ

মানুষ ফাউন্ডেশন অসহায়দের ইফতার ও ঈদ সামগ্রী দিলেন

ছবি সংগৃহীত

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (৩০ মার্চ) বিকাল ৩ ঘটিকায় ধর্মবর্ণ নির্বিশেষে রাস্তায় যাদের জীবন যাপন তাদের মাঝে 'মানুষ ফাউন্ডেশন' এর আয়োজনে বরাবরের ন্যায় একমাত্র নাসির কাশেমের অর্থায়নে ও নির্মাতা রানা বর্তমানের পরিচালনায় উন্নত খাবার, ইফতার পার্টিসহ ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

রাজধানীর কাওরান বাজারসহ বিভিন্ন লোকেশনে ট্রাকে করে গরীব, দুস্থদের মাঝে এ কার্যক্রম পরিচালনা করা হয়।  

এই আয়োজনে মানুষ ফাউন্ডেশন সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেনীর সম্মানিত ব্যক্তিবর্গ তত্ত্বাবধানে সঙ্গে ছিলেন। 

যারা উপস্থিত থেকে এরকম ভালো উদ্যেগকে উৎসাহিত করেছেন-মোহাম্মদ আলিম উল্লাহ খোকন, জাজ মাল্টিমিডিয়া, মোক্তার সর্দার, সফল ও জনপ্রিয় কমিশনার, এস এ হক অলিক, চলচ্চিত্র পরিচালক ও ডিরেক্টরস গিল্ডের বার বার নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক, সাইফ উদ্দিন, অনুষ্ঠান প্রধান একুশে টেলিভিশন, পাভেল ইসলাম, অভিনেতা ও অনুষ্ঠান বিভাগ, এনটিভি, কচি খন্দকার, নির্মাতা ও অভিনেতা এবং কবি, সিমরিন লুবাবা, শিশু শিল্পী, মালিহা শখ, অভিনয় ও নৃত্য শিল্পী, সৈয়েদা কামরুন নাহার শাহনুর চিত্র নায়িকা, হাসিনা আনসার, সেরা রাধুনী বাংলাদেশ, মোহাম্মদ রাজু, বিশিষ্ট ব্যবসায়ি,  সাংস্কৃতিক ও ক্রীড়া প্রেমী, তুহিন খান, চিত্র নায়ক ও অভিনেতা, দেলোয়ার উদ্দিন, অভিনেতাসহ আরো অনেকেই। 

প্রতিষ্ঠাতা রানা বর্তমান বলেন, আমরা একমাত্র নাসির কাশেমের অর্থায়নে শুরু থেকে এখন পর্যন্ত সম্মানের সহিত মানব সেবায় কাজ করে আসছি, ধন্যবাদ নাসির কাশেম ভাইকে সঙ্গে যারা সৃষ্টিলগ্ন থেকে উপস্থিত হয়েছেন তাদের প্রতি অগাধ শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা। সামনে আরো ভালো ভালো কাজের সাথে যুক্ত হবে মানুষ ফাউন্ডেশন।

মন্তব্য করুন