
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ পৌরসভায় যানজট নিরসনে ও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে সড়কের পাশ দিয়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও পৌর সুপার মার্কেটের সামনের সড়ক থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এই উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, পৌরসভার প্যানেল মেয়র তসলিম মিয়া ও সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানাসহ থানা পুলিশ ও পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ই ফেব্রুয়ারি একই ধরনের অভিযান পরিচালনা করা হয় ।
মন্তব্য করুন