আনোয়ারা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০৮:২৯ পিএম

অনলাইন সংস্করণ

আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে খামারির ৯ গরু লুট

ছবি: রূপালী বাংলাদেশ

মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলার বারখাইন ইউনিয়নের ধানপুরা এলাকার নুরুল হুদা মনছুরীর খামারে অস্ত্রের মুখে জিম্মি করে ৯ গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দিবাগত রাত ৩টার দিকে ১০/১২ জন লোক খামারের ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে দুই কর্মচারীকে।

গরু চুরিতে বাধা দিতে চাইলে দুর্বৃত্তদের মারধরে খামারের কর্মচারী মোহাম্মদ রায়হান (৫০) আহত হয়। তিনি বর্তমানে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

খামার পরিচালক সাদ্দাম হোসেন বলেন, গতকাল(২৬মার্চ) রাত ৩টার দিকে দুর্বৃত্তরা খামারে প্রবেশ করে ৯ টি গরু গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় কর্মচারী আবদু শুক্কুর (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে ও আরেক কর্মচারী মোহাম্মদ রায়হান (৫২) কে বেঁধে রেখে। 

তিনি জানান, গরু গুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকার মত। 

এ ব্যাপারে আনোয়ারা থানা কর্মকর্তা জানান, মুঠোফোনে একটি খামার থেকে গরু চুরি হয়েছে বলে খবর পেয়েছেন।লিখিত অভিযোগ পেলে বিষয়টি কতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন