
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ
খুলনায় আ'লীগ নেতার ভাই স্ত্রীকে শারীরিক নির্যাতন ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় আটক হয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা'র ভাই তারেক বিশ্বাসকে আটক করেছে পুলিশ। নিহত স্ত্রীর মা সেলিনা বেগমের আদালতে দায়ের হওয়া পিটিশানের আদেশ মোতাবেক ২৬ মার্চ মঙ্গলবার নগরীর হরিণটানা থানায় মামলাটি রেকর্ড করা হয়।
হরিনটানা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার ১ নং আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১১ (ক)/৩০ ধারায় মামলাটি রেকর্ড করা হয়।
মন্তব্য করুন