
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
রাতভর চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সুপারবোর্ড কারখানার অগ্নিকাণ্ড। তবে এখনো পুরোপরি নিভে যায়নি আগুন। রবিবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও বর্তমান আগুন নির্বাপনে কাজ করছে ৫টি ইউনিট।
সোমবার সকালে ফায়ার সার্ভিসের গজারিয়া ইউনিটের স্টেশন অফিসার রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দমকল বাহিনীর অনবরত চেষ্টায় রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এখন আর আগুন ছড়িয়ে পড়ার আশংকা নেই। তবে বিপুল পরিমানে পাটখড়ি ও কাঠজাতীয় দাহ্য পদার্থ থাকায় পুরোপুরি নির্বাপন করা যাচ্ছেনা আগুন। আগুন নেভাতে আরো সময় প্রয়োজন। পাশের মেঘনা নদী থেকে অনবরত পানি ছোঁড়া হচ্ছে অগ্নিকাণ্ডের স্থলে।
এদিকে ২১ ঘন্টায়ও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমানও নিশ্চিত হওয়া যায়। কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান অনুসন্ধানে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। অন্যদিকে এরমধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিবার দুপুর একটার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি এলাকায় মেঘনানদীর তীরে সুপারবোর্ড কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পুরো গোডাউন জুড়ে। এতে ধসে পরে গোডাউনের কাঠামো।
খবরপেয়ে মুন্সীগঞ্জ-নারায়নগঞ্জ ও ঢাকা থেকে একে একে ফায়ারসার্ভিস ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশনেয়।
অগ্নিকাণ্ডের নেভানোর কাজে সাজজন আহত হলেও বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন