
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বেলাল হোসেন (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়ছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার ভেমটিয়া গ্রামের কুদ্দুসের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যাল চালক বেলাল হোসেন (৩৫) ওই উপজেলার বীরহলি গ্রামের ইউসুফ আলী ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে পীরগঞ্জ থেকে বেলাল ব্যাটারি চালিত ভ্যান গাড়িতে সিমেন্ট নিয়ে ফিরছিলেন। পিছন থেকে সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল রহমান অশ্রু প্রাইভেট কার দিয়ে ভ্যানকে ধক্কা দেয়।এতে ঘটনাস্থলে চালক বেলাল হোসেন মারা যায়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেন করে বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন