মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ০৯:১২ পিএম

অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ৫ টাকায় ইফতার পণ্য পেলেন দুই শতাধিক নারী-পুরুষ

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জ শহরে মাত্র ৫ টাকায় রকমারি ইফতার পণ্য ব্যাগ ভরে বাড়ি ফিরেছেন দুই শতাধিক নারী-পুরুষরা। আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ইফতার বাজারের আয়োজন করে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র নামে একটি সংগঠন। 

সকাল থেকে ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাঙ্গণের সড়কে স্টলে স্টলে সাঁজানো হয় ইফতারের বিভিন্ন রকমের পণ্য সামগ্রী। সারিবদ্ধভাবে এক এক করে ৫ টাকায় দিয়ে মুড়ি, চিনি, তেল, খেঁজুর, ডাল ও পিয়াজ কিনে নেন নারী-পুরুষরা। দুই শতাধিক পরিবার ওই ইফতার বাজার থেকে ইফতারি পণ্য সামগ্রী কিনে বাড়ি ফিরেছেন।


আয়োজক সংগঠনের সভাপতি মো. বায়েজিত খান বলেন, এবারই প্রথম ৫ টাকায় ইফতার দেওয়ার আয়োজন করি। সমাজের নিন্ম আয়ের মানুষের মাঝে ইফতারের কিছু তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরো বড় রকমের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবার রোজায় শতাধিক পরিবারের মাঝে এই ইফতার বাজারের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন