
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ ইব্রাহিম প্রতিনিধি সেনবাগ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনবাগ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার ৩নং ডুমুরিয়া ইউনিয়নের গাজীরহাট বাজার এলাকা থেকে বাদশা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিলকে সেনবাগ থানা পুলিশ বাদশাকে নোয়াখালী আদালতে প্রেরণ করে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন