প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৬:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে বিএসএফ'র ২৪ জনকে পুশ-ইন

 


মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধি:


পঞ্চগড় সদর ও বোদা উপজেলার দুই সিমান্ত দিয়ে আবারো ২৪ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ । বিজিবি সুত্রে জানাগেছে গত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করেছে । এদের মধ্যে
৭ জন পুরুষ ৬ নারী এবং ৫ শিশু ও সহ মোট ১৭ এবং
একই সময়ে সদর উপজেলার শিংরোড সিমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ সহ আরো ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। এদিকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জানায়  ,  সীমান্তবর্তী এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে। অপরদিকে, প্রায় পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর থানা  ও বোদা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে , আটককৃতরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খেজুঁরবাড়িয়া এলাকার বাসিন্দা এবং গত ১০ বছর যাবৎ ভারতের দিল্লিতে ভাঙ্গারীর কাজ করতো বলে জানায়। গত ৬ জুলাই তাদের দিল্লি থেকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। এরপরে বুধবার বিমানযোগে  নিয়ে এসে গভীর রাতের সুবিধামতো সময়ে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রকৃত  ঠিকানা ও পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী আইনি উদ্যোগ গ্রহন করা হবে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, বিজিবি ১৭ জন নারী পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন