
প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ
গতকাল বুধবার (১৬ই জুলাই) উপজেলার নওয়াপাড়া ড্রাইভারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
আটক অন্যরা হলেন ড্রাইভারপাড়ার নেছার উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, বুইকরা গ্রামের হুরাইরা এবং কলাগাছি গ্রামের মিন্টু।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক ভূঁইয়া জানান, নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হৃদয় খান একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতেগতকাল বুধবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির মুরগির খোপ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
হৃদয়ের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা সবাই নওয়াপাড়া পৌর কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন বলে জানায় ডিবি। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানান।
মন্তব্য করুন