
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় শহরের এম আর কলেজ রোডে অবস্থিত নিউ ডক্টর প্যাথলজি অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। অভিযানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস নিতু, সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদ হোসেনসহ সেনা সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উক্ত ডায়াগনস্টিক সেন্টারে প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট প্রদান এবং কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রের সঙ্গে সিরিয়াল নম্বর না থাকার অভিযোগে এ অভিযান চালানো হয়। তাছাড়া, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের বিষয়েও সতর্ক করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী জানান, জেলা প্রশাসকের নির্দেশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন