প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৬:৩২ পিএম

অনলাইন সংস্করণ

দেশে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি, সংকট সমাধানে নির্বাচনের দাবি রিজভীর

 

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশে ‘দুর্ভিক্ষের আলামত’ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চলমান সংকট থেকে উত্তরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১১ জুলাই) সকালে নাপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগ মুক্তি কামনায় দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। জনগণ ভোটের অধিকার ফিরে পেলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু যদি দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ কাউকে ছেড়ে দেবে না।”

তিনি আরও বলেন, “বিবিসি তথ্য-প্রমাণসহ দেখিয়েছে শেখ হাসিনার হুকুমেই হত্যাকাণ্ড ঘটেছে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারিতে বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছিল, এখন ভোট নিয়ে আরেকটি চক্র টালবাহানা করছে।”

২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “বিএনপি সে নির্বাচনে অংশ নিয়েও প্রমাণ করেছে, শেখ হাসিনার অধীনে অবাধ নির্বাচন সম্ভব নয়।

 প্রশাসনে এখনো ফ্যাসিবাদী মনোভাব সক্রিয়। সচিবালয় ও সরকারি ব্যবস্থায় ফ্যাসিবাদ নানা ছিদ্রপথে মাথাচাড়া দিয়ে উঠছে।”

সংকট সমাধানে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের পথে অটল থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন