প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৬:০৪ পিএম

অনলাইন সংস্করণ

ভোটের তারিখ চাইছে বিএনপি, নির্বাচন ঠেকাতে  বহুমুখি ষড়যন্ত্রের অভিযোগ : দুদু

 

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা প্রকাশ করলেও এখনই নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

 শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, নির্বাচন ঠেকাতে নানা কৌশলে সংস্কার ও বিচারের প্রসঙ্গ সামনে আনা হচ্ছে।

দুদু বলেন, “কায়দা-কৌশল করে সংস্কারের নামে বিচারের নামে আরও নানা বিষয় সামনে এনে নির্বাচন কীভাবে ঠেকানো যায়, সেই চেষ্টা চলছে। পাগলও বোঝে কারা আগামী দিনে ক্ষমতায় যাবে।”

তিনি দাবি করেন, বিএনপি এবারই প্রথম নয়, আগেও জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, “ফেব্রুয়ারির যেকোনো একটি তারিখ সরকারকে এখনই ঘোষণা করতে হবে, তাতে সংকট ও অস্থিরতা অনেকটাই কমে যাবে।”

দুদু আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর আশার পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিবেশ রক্ষা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি অতীতের অত্যাচারের প্রতিশোধ নেবে, বিজয় ছিনিয়ে আনবে।”

আওয়ামী লীগ প্রসঙ্গে দুদুর মন্তব্য, “আগামী ১০০ বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই। তারা নিজেরাই নিজেদের হত্যা করেছে, আর সেই হত্যাকারী হচ্ছেন শেখ হাসিনা।”

এ সভা অনুষ্ঠিত হয় বিএনপির সাবেক হুইপ জয়নুল আবদিন ফারুকসহ নেতাদের ওপর ২০১১ সালের ৬ জুলাই পুলিশি হামলার প্রতিবাদে। বিএনপি দাবি করে, সেই ঘটনার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের এখনও বিচার হয়নি।

প্রতিবাদ সভায় বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আমরা শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে। কিন্তু আওয়ামী লীগ বিরোধী দল দমন এবং সংসদকে দুর্বল করার জন্য অপচেষ্টায় লিপ্ত।” তিনি নতুন রাজনৈতিক সমঝোতার পথে না বাধা দেওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেস, ইসহাক আলী সরকার এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন। সভাপতিত্ব করেন নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।

মন্তব্য করুন