প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৩:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

হাটহাজারী বালুখালীতে জমজমাট আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:

উদ্দীপনাময় পরিবেশে বালুখালী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত “বালুখালী আন্তঃফুটবল টুর্নামেন্ট–২০২৫” এর ফাইনাল খেলা ৬ জুলাই, রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে বালুখালী গুমানমর্দ্দন মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় জনপ্রিয় দুটি দল – আর্সেনাল বনাম রিয়াল বেটিস। ফুটবলপ্রেমী জনতার উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ এলাকা। তরুণদের ক্রীড়া চর্চা ও সম্প্রীতির বন্ধন গড়তে এই আয়োজন ছিল অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী জনাব নুর খালেক শহীদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতা ও গণি মার্কেটের খ্যাতনামা ব্যবসায়ী জনাব মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বালুখালী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মহিন উদ্দিন মুনা।

পৃষ্ঠপোষকতা করেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রবীণ ব্যক্তি এম তোবারক আলী তালুকদার। সফল এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ বাবু ছালাম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান উদ্দীন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

বাবু টুটন বড়ুয়া,মোঃ সাইফুল ইসলাম,মোঃ বেলাল উদ্দিন,মোঃ তৈয়ব মিয়া,মোঃ ওসমান,মোঃ নাইম উদ্দিন চৌধুরী,মোঃ আছিফ চৌধুরী,মোঃ আলাউদ্দিন,মোঃ জিয়াউর রহমান,মোঃ নুরুন্নবী বাবুল,মোঃ গিয়াস উদ্দিন,মোঃ মুজিবুল হক,মোঃ কাশেম,মোঃ সাদ্দাম হোসেন,মোঃ সায়েম প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সমাজ সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বড় ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও বালুখালী সমাজ কল্যাণ পরিষদ এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

মন্তব্য করুন