
প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের হাটহাজারীতে তিনতলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনির (২২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোজাফফরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির রংপুর জেলার পীরগাছা থানার কুইকুরি ইউপির মাঠেরপাড় এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাওলানা নজির আহমদ শাহ (রহ.) এর বাড়িতে প্রবাসী নাছিরের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ঢালাই চলছিল। এ সময় অসাবধানতাবশত মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের শ্রমিকরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আলাউদ্দিন জানান, "আমরা সবাই কাজ করছিলাম। হঠাৎ হৈচৈ শুনে গিয়ে দেখি মনির পড়ে আছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এখন থানায় আছি, মনিরের পরিবারকে খবর দেওয়া হয়েছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেখল ইউপি সদস্য মামুন বলেন, “মনির নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।”
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, "মেখল ইউনিয়নের ঈছাপুর বাজার এলাকায় ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন