প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০২:১৬ পিএম

অনলাইন সংস্করণ

যশোর নদ-নদী দখলমুক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাটারবাধ উচ্ছেদের নির্দেশ

 

 

নিজস্ব প্রতিনিধিঃআনোয়ার হোসেন

যশোর জেলা প্রশাসনের নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার সকাল বেলা কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার বলেন, নদ-নদী দখলমুক্তের পাশাপাশি পাটার বাধ উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডকে সহযোগিতা করতে হবে। কোন এলাকায় পানি উন্নয়ন বোর্ডে উদ্যোগে নদী খনন কাজ করলে স্থানীয়দের অংশ গ্রহণ থাকতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, কেশবপুরের আপার ভদ্রা নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। মামলার কারণে শার্শার হাকর বেতনা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সম্মিলিতভাবে নদ-নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে বলে জানান।

এসময় বক্তব্য রাখেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, চৌগাছার সহকারী কমিশনা (ভূমি) তাসমিন জাহান, ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার প্রমুখ।

মন্তব্য করুন