প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ১০:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

নওগাঁর ধামইরহাটে মশক নিধন কর্মসূচি উদ্বোধন

 

ধামইরহাট ( নওগাঁ)  প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে মশার আক্রমণ বেড়ে যাওয়ায়ে পৌরসভার আয়োজনে ডেংগু প্রতিরোধ এডিস মশার লার্ভা নষ্ট ও মশক নিধন জোরদার করার কর্মসূচি শুরু করা হয়। ২৬ শে এপ্রিল শনিবার বিকেলে ৫ টায় উপজেলা পরিষদের চত্বরে মশার উৎপতিস্হলে ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করে এই জোরদার কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জেসমিন আকতার (ভারপ্রাপ্ত) । এই উদ্বোধনী কর্মসূচির আয়োজক পৌর সভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, পৌর সভার অফিস সহকারী ফারুক হোসেন। পৌর সভার প্রকৌশলী কর্মকর্তা সজল কুমার মন্ডল জানান চলমান কর্মসূচির অংশ হিসাবে পৌর সভার ৯ টি ওয়ার্ডে মশা নিধন ও মশার লার্ভা উৎপত্তি স্হলে ঔষধ স্প্রে করে মশার লার্ভা নষ্ট ও উড়ন্ত মশা নিধনে পার্যায়ে ক্রমে ঔষধ স্প্রে করা হবে। 

মন্তব্য করুন