প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০২:২৯ পিএম

অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

 

রনজিত রায় নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। 

 

 সোমবার( ২৮ এপ্রিল )বিকালে উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক।

 

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়, ভাদুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, দাউদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরিন , চালকল মালিক মুশফিকুর রহমান ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মতিয়ার রহমান সহ অন্যান্য প্রিন্ট মিডিয়া উপস্থিত ছিলেন ।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান চলতি মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১হাজার ৩১৬ মে: টন ধান আর ৪৯ টাকা কেজি দরে ৩ হাজার ৪৭৭ মে: টন চাল ক্রয় করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স মাশহুদা অটোরাইচ মিলের মালিক মুশফিকুর রহমানের নিকট থেকে ১৮ মে: টন চাল সংগ্রহ করা হয়।



 

মন্তব্য করুন