প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৭ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁয় আন্তঃজেলা ডাকাতদল ও সহযোগী অভিযোগে আটক-৮, মালামাল জব্দ!

  

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশের অভিযানে চুরি-ডাকাতির সাথে যোগাযোগ ও জড়িত থাকার অভিযোগে মোট ৮ জনকে আটক করা হয়েছে। 

নওগাঁ জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়, গত ২৩ এপ্রিল,২০২৫ খ্রিঃ রাতে সাপাহার থানাধীন নোচনাহার বাজার থেকে জনৈক মোঃ সাদিকুল ইসলাম (৩২) তার নিজের অটো চার্জার চালিয়ে বাড়ি ফেরার পথে সাপাহার থানাধীন ইলিমপুর ব্রীজের নিকট রাস্তার পাশে ওৎপেতে থাকা অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ভিকটিমের টমটম থামিয়ে তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের আম বাগানে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে টমটমটি ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্তে সাপাহার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। 

উল্লেখ্য, অপর একটি ঘটনায় একই ডাকাত দল গত ২৫/০৪/২০২৫খ্রি. দিবাগত রাতে অনুমান পোরশা থানাধীন মশিদপুর এলাকা হতে  চালককে এলোপাতাড়ি মারপিট করে একটি  অটো চার্জার ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্তেও পোরশা থানায় অন্য একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত মোঃ সেলিম বহুল আলোচিত সাপাহার উপজেলা জামায়াত এর সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামী।  

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা ডিবির একাধিক টিম সাড়াশি অভিযান পরিচালনা করে গত ২৭/০৪/২০২৫ তারিখে উক্ত আসামীদেরকে রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  নওগাঁ জেলার সংগঠিত একাধিক ডাকাতি এবং দস্যুতা ঘটনার সাথে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। 

উল্লেখ্য যে, কুখ্যাত ডাকাত মোঃ আব্দুল জব্বার এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ টি ডাকাতি ও চুরি মামলা, মোঃ নুরুজ্জামান এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৪ টি ডাকাতি ও চুরি মামলা এবং মোঃ সেলিম এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৮ টি ডাকাতি ও চুরি মামলা রয়েছে।  

আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্যের নাম ও ঠিকানাঃ

১। মোঃ আব্দুল জব্বার (৪০), পিতা-মোঃ আব্দুল হাকিম, সাং-সোভাপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ, ২। মোঃ নুরুজ্জামান (৪০), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-পাথরপূজার, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, 

৩। মোঃ সেলিম (৩০), পিতা-মোঃ ইব্রাহিম, সাং-ধবলডাঙ্গা, থানা-সাপাহার, জেলা-নওগাঁ। 

লুন্ঠিত অটো চার্জার ভ্যান/টমটম ক্রয়-বিক্রয়ের সহিত জড়িত সদস্যদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ শহিদ খান (৩৪), পিতা-মোঃ আলম খান, ২। মোঃ কাওছার আলী মৃধা (২৪), পিতা-মোঃ পরেশ আলী মৃধা, উভয় সাং-উত্তর কাঞ্চন, ৩। মোঃ আব্দুল মতিন মোল্লা (৫০), পিতা-মোঃ তমিজ উদ্দিন মোল্লা,  সাং-কালিকাপুর, ৪। মোঃ জিয়াউর রহমান (৪২), পিতা-মৃত ময়েন উদ্দিন, সাং-কামারকুড়ি, ৫। মোঃ আজিজুল মন্ডল (৬৪), পিতা-মৃত সোলায়মান মন্ডল, সাং-শ্রীরামপুর, সর্ব থানা-মান্দা, সর্ব জেলা-নওগাঁ।  

উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ

১। একটি অটো চার্জার ভ্যান 

২। অটো চার্জারের ১৯টি ব্যাটারি’সহ ১৫০ কেজি ওজনের অন্যান্য যন্রাংশ।

আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন