প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:২৫ পিএম

অনলাইন সংস্করণ

ধামইরহাটে ধানের জমিতে পানি চাইতে গিয়ে পা ভেঙ্গে দিল ডিপের ড্রেনম্যান

 

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধিঃ

ধামইরহাটে ধানের জমিতে পানি চাইতে গিয়ে আতোয়ারের পা ভেঙ্গে দিলো ডিপের ড্রেনম্যান আক্কাস আলী। ভুক্তভোগী আতোয়ার জানান-  "আমার ধানের জমির পানি শুকিয়ে মাটি ফেটে গেছে। ধানের ব্যপক ক্ষতি হচ্ছে।  ২৭ এপ্রিল রবিবার সকাল ৯টার দিকে ১২৯নং দেউলবাড়ী মৌজার ১৮৪নংদাগে অবস্থিত বরেন্দ্র দপ্তরের (বিএমডিএ) ডিপে (গভীর নল কূপ) ধান ক্ষেতে সেচের পানি নিতে গেলে ডিপের ড্রেনম্যান আক্কাস আলী গালা-গাল ও মারপিট করে পা ভেঙ্গে দেয়।  আক্কাস আলী প্রতি  একরে ৬হাজার টাকা করে জোর পূর্বক আদায় করে। তার পরেও আরও ১হাজার টাকা একরে দাবী করে।সে টাকাও পরিশোধ করেছি।" পা ভাঙ্গা বিষয়ে মঠোফোনে ০১৭১৮-৮৫৩৩০৫ নম্বরে জানতে চাইলে তিনি বলেন, " আমি তাকে লাথি মারিনি, দুজনে ঘুষি মারি-মারি করতে দুজনেই পরেগেছি। দুজনের ঝগড়া ও মারামারিতে পড়ে গিয়ে পা ভেঙ্গেছে। আর খরার করনে একর প্রতি ৬ হাজার টাকা নেয়া হয়। "  আহত আতোয়ার ধামইরহাট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে অপারেশন করতে হবে বলে রামেক হাসপাতালে রেফার করেন।  আহত আতোয়ার সুবিচার দাবি করেন। বিএমডিএ এর সহকারি প্রকৌশলী আন্নাদুজ্জামান জানান,  " ইতিমধ্যেই বিএমডিএ এর সকল গভীর নল কূপের সকল অপারেটরকে  সেচ ব্যবস্থায় গাফিলাতি না করতে নির্দেশ দেয়া হয়েছে।" এদিকে ভুক্তভোগী আতোয়ারের স্ত্রী ফুয়ারা সুলতানা বাদি হয়ে সুবিচারের আশায় ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেন।

মন্তব্য করুন